নৈতিক গল্প ....
এক হরিণ - এর একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল । দেখতে না পাওয়া বিপদ - এর হাত থেকে বাঁচতে সে সমুদ্রের ধারের মাঠে ঘাস খেয়ে বেড়াত ।
তার ভাল চোখটা সে ফিরিয়ে রাখত ডাঙ্গার দিকে যাতে কোন শিকারী বা শিকার ধরা কুকুর এলে দূর থেকেই তাকে দেখতে পেয়ে যায় ।
সমুদ্রের দিক থেকে সে কোন বিপদের ভয় করত না । তাই তার নষ্ট চোখটা সে ঐ দিকে রেখে রেখে চরে বেড়াত । একদিন সমুদ্রে সেই এলাকা দিয়ে নৌকা বেয়ে যাচ্ছিল কিছু লোক ।
তারা হরিণটাকে দেখতে পেয়ে অনায়াসে তাক করে তাকে মেরে ফেলল । মরার সময় হরিণটা বলে গেল , কি দুর্ভাগা আমি ডাঙ্গার দিক থেকে যাতে বিপদে না পড়ি তার জন্য কত ব্যবস্থা নিলাম ,
এমনকি এই সাগরের ধারে চলে এলাম , ভেবেছিলাম বেঁচে গেলাম , উল্টে আরো সহজে মারা পড়লাম ।
Tags:
গল্পে গল্পে শিক্ষা