আমার লেখা প্রথম গল্প কল্পনা

 ওয়ারিফাঃ

ওয়ারিফা আমার জীবন থেকে চলে যাওয়ার প্রায় তিন মাস পর আজ তার সাথে ঘন্টা খানেক কথা বললাম। ঘন্টা খানেকের মধ্যে আধা ঘণ্টায় ছিলো কান্নাকাটি দুইজনের। এটা দুঃখের কান্না না এটা আনন্দের কান্না কারণটা হচ্ছে ওয়ারিফা আমার লাইফে আবার ব্যাক করতে চাই। তার এতদিন বলা সব কথা নাকি মিথ্যা ছিলো। 


ওয়ারিফার সাথে তিন বছরের সম্পর্ক। কিন্তু এক পর্যায়ে তার কথার ভিন্নতা আমি উপলব্ধি করতে লাগলাম। আমি তাকে বলতে লাগলাম আমার কেনো জানি মনে হচ্ছে তুমি আমার লাইফ থেকে চলে যাবে। তখন ওয়ারিফা প্রশ্ন করল ‘কেন এমন মনে হচ্ছে’? আমি নিশ্চুপ ছিলাম। 

হঠাৎঃ

নবীনতর পূর্বতন